দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১০৩৪ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১০৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৫৬৯১ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ১১ জন ও মোট মৃত্যুর সংখ্যা ২৩৯ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ২৫২ জন ও ফলে মোট সুস্থ্যের সংখ্যা ২৯০২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ৭২৬৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ৭২০৮টি। দেশে ৩৭টি ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষা করা হচ্ছে। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৯৮৬৫টি। গত ২৪ ঘণ্টায় যে ১১ জন মৃত্যুবরন করেছে তাদের মধ্য ৫ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। এদের মধ্য ঢাকা বিভাগের ৮ জন, রংপুর বিভাগের ২ জন ও চট্রগ্রাম বিভাগের ১ জন রয়েছেন। এর মধ্য ৭১ থেকে ৮০ বছরের মধ্য ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্য ১ জন, ৫১ থেকে ৬০ বছরের ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্য ২, ৩১ থেকে ৪০ বছরের মধ্য ২ জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্য রয়েছেন ১ জন।