করোনার সংক্রমনে বিপর্যস্ত কুয়েত, ১ দিনেই আক্রান্ত ১০৬৫ জন
মধ্যপ্রাচ্যের ছোট দেশ কুয়েত বিপর্যস্ত হয়ে পড়েছে করোনা ভাইরাসে সংক্রমনের কারনে। গত ১ দিনেই দেশটিতে ১০৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৬৮৮ জন। ইতিমধ্য দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে ৫৮ জন। যার মধ্য গত ১ দিনেই মারা গেছে রেকর্ড ৯ জন। আক্রান্ত ও মৃতের দিক থেকে গত দিনই ছিল সর্বাধিক। দেশটিতে এ পর্যন্ত ২৭২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ্য হয়েছেন। ১০ই মে রবিবার থেকে দেশটিতে শুরু হয়ে ২০ দিন ব্যপী বিরামহীন কারফিউ। যা পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত চলবে ৩০শে মে পর্যন্ত।এই অবস্থায় দেশটির অর্থনীতি ভেঙ্গে পড়েছে।
দেশটিতে প্রতি ১০ লক্ষ জনসাধারনের মধ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০৩৪ জন। অপরদিকে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরন করেছে ১৪ জন। দেশটিতে প্রতি ১০ লক্ষে করোনা ভাইরাস টেস্ট হয়েছে ৪৫৯৮৮টি ও মোট টেস্ট হয়েছে ১৯৬৩৯৭ জনের। এদিকে কুয়েতস আল খালদিয়া কো অপারেটিভ সোসাইটির মলটি বন্ধ হয়ে গেছে। এই মলটির ২৩০ জন সদস্যের মধ্য ১০৩ জনের করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়েছে। খবর কুয়েত নিউজ এজেন্সীর।