নরসিংদীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২৫ জন

নরসিংদীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। ৯ই মে ২২টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আজ তার ফলাফলে ৮ জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে। মাত্র ২২টি নমুনা পরীক্ষায় আক্রান্ত ৮ জন, কি সাংঘাতিক ব্যপার। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২৫ জনে। এই তথ্য নরসিংদী সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত। এই ৮ জনের মধ্য ৭ জনই সদর উপজেলার ও বাকি ১ জন মাধবদীর। এর আগে নরসিংদী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটনের স্বাক্ষরিত এক তালিকায় জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২১৭ ও মোট মৃত্যুর সংখ্যা ৩ জন উল্লেখ করা হয়েছিল। তারপর এই ৮ জনের ফলাফল আসে রাত ৯টার পর। নীচে উপজেলা ভিত্তিক পরিসংখ্যান দেওয়া হল।

সদর থানাঃ ১৩৩ জন

রায়পুরা থানাঃ ২৭ জন

পলাশ থানাঃ ১৭ জন

বেলাবো থানাঃ ২৫ জন

শিবপুর থানাঃ ১৮ জন

মনোহরদী থানাঃ ৫ জন

তবে দেখা যাচ্ছে কয়েকদিন ধরে শুধু সদর থানায়ই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। জেলার অন্য থানার আক্রান্তের কোন খবর পাওয়া যাচ্ছে না। অন্য থানাগুলির অবস্থা জানার জন্য জেলাবাসী অধীর আগ্রহে আছে।