নরসিংদীতে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৭ জন

৮ই মে পাঠানো ৬৪টি নমুনার ফলাফলে ৯ জনের পজেটিভ এসেছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৭ জনে। নতুন করে আক্রান্তদের সকলেই সদর থানার, মাধবদী ও পাচদোনা এলাকার বলে সিভিল সার্জন সূত্র থেকে জানা গেছে। এর মধ্য গতকাল নমুনা সংগ্রহের পর আজ ফলাফল পজেটিভ এসেছে এমন একজন রয়েছেন এবং তিনি গতকালই মৃত্যুবরন করেছেন। তার বাড়ি সদরের বৌয়াকুড়ে ও নাম নিখিল। এ নিয়ে এ পর্যন্ত নরসিংদীতে মোট ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে। এর আগে শনিবার দুপুরে নরসিংদী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন স্বাক্ষরিত এক তালিকা থেকে দেখা যায় নরসিংদীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে চিকিৎসা শেষে মোট ১৪০ জন সুস্থ্য হয়েছে। নিন্মে থানা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দেওয়া হল।
সদর থানাঃ ১২৫ জন
রায়পুরা থানাঃ ২৭ জন
পলাশ থানাঃ ১৭ জন
বেলাবো থানাঃ ২৫ জন
শিবপুর থানাঃ ১৮ জন
মনোহরদী থানাঃ ৫ জন
