দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৩৭৭০ জন


গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৩৭৭০ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৮ জন ও মোট মৃত্যুর সংখ্যা ২১৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ৩১৩ জন ও ফলে মোট সুস্থ্যের সংখ্যা ২৪১৪। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শনিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৫২৪৭টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪৬৫টি ও এর মধ্য আক্রান্ত পাওয়া গেছে ৬৩৬ জনকে। দেশে এ পর্যন্ত মোট ১১৬৯১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৮ জন মৃত্যুবরন করেছে তাদের সকলেই পুরুষ। এদের ২ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্য, ৬১ থেকে ৭০ বছরের মধ্য ২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্য ২ জন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্য ১ জন।