ঢাকা শহরের যে ১০টি এলাকায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সর্বাধিক

আইইডিসিআরের ৯ই মে সকাল ৮টা পর্যন্ত আপডেট তথ্যে দেখা যায় ঢাকা শহরে মোট ৬৪২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যা সারাদেশে মোট আক্রান্তের সংখ্যার ৫৮.১৪%। এ পর্যন্ত ঢাকা শহরেই সবচেয়ে বেশী মৃত্যুও হয়েছে। রাজধানী শহরের প্রায় সব এলাকাতেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমন। তবে শহরের যে ১০টি এলাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী তা নিন্মে দেওয়া হল।
১। রাজারবাগ- ২০০ জন
২। যাত্রাবাড়ি-১৮২ জন
৩। কাকরাইল- ১৭৩ জন
৪। মহাখালী-১৫৯ জন
৫। মুগদা-১৫৬ জন
৬। মোহাম্মদপুর-১৩২ জন
৭। লালবাগ-১০৬ জন
৮। তেজগাও-১০১ জন
৯। মালিবাগ-৮৩ জন
১০। উত্তরা-৮১ জন
