অবশেষে রাজধানীর অধিকাংশ মার্কেটই না খুলার সিদ্ধান্ত
৫ই এপ্রিল সরকার ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ই মে থেকে সীমিত পরিসরে মার্কেট, শপিংমল কিংবা দোকানপাট খুলার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তবে কিছু শর্তে এই অনুমতি দেওয়া হয়। এরপর থেকেই রাজধানীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী সমিতি দফায় দফায় বৈঠকে বসে মার্কেট খুলার বিষয়ে আলোচনা করতে থাকে। কিন্তু সার্বিক দিক বিবেচনা করে এর মধ্য কিছু মার্কেট না খুলার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতি। রাজধানীর বিলাসবহুল শপিংমল যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটিসহ আর কয়েকটি মার্কেট কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছে তারা করোনা ভাইরাসের এই মহামারীতে মার্কেট চালু রাখবেন না।
এরপরেই নড়েচড়ে বসে রাজধানীর অন্যান্য মার্কেট কর্তৃপক্ষ। রাজধানীর ব্যস্ততম নিউমার্কেট চালু করার জন্য মার্কেটটির পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করে। পরে মালিক সমিতি বৈঠকে বসে আলোচনা করে মার্কেট না খুলার সিদ্ধান্ত জামিয়ে দেয়। এদিকে রাজধানীর ব্যস্ততম মৌচাক ও আনারকলি মার্কেটও না খুলার সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ। টুকিও স্কয়ার দোকান মালিক সমিতিও মার্কেট না খুলার সিদ্ধান্ত নিয়েছে। জানা যায় মার্কেট চালু করলে নানাবিধ সমস্যায় পড়ার শংস্কা থেকেই তারা মার্কেট চালু না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে রাজধানীর কোন কোন মার্কেট ১০ই মে থেকে চালু হবে তা দেখতে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।