দেশে প্রতি ১০ লক্ষে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮০ জনে

ক্রমেই বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৩১৩৪ জন ও মোট মৃত্যুর সংখ্যা ২০৬ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছে মোট ২১০১ জন। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন মোট ১১০১৮ জন।  দেশে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার মধ্য করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। অপরদিকে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্য মারা গেছে ১ জন। এদিকে প্রতি ১০ লক্ষে করোনা ভাইরাস পরীক্ষা হয়েছে ৬৭৭ জনের।

অপরদিকে প্রতি ১০ লক্ষে ভারতে আক্রান্ত হয়েছে ৪১ জন ও প্রতি ১০ লক্ষে মৃত্যু হয়েছে ১ জনের। দেশটিতে প্রতি ১০ লক্ষে করোনা ভাইরাস পরীক্ষা হয়েছে ১০৪২ জনের। যুক্তরাষ্ট্রে প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৩৯০৬ জন ও প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় মৃত্যু হয়েছে ২৩২ জনের। যুক্তরাষ্ট্রে প্রতি ১০ লক্ষে করোনা ভাইরাস টেস্ট করা হয়েছে ২৫১১৯ জনের। স্পেনে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার মধ্য আক্রান্ত ও মৃত্যু হয়েছে যথাক্রমে ৫৪৯৪ জন ও ৫৫৮ জন। দেশটিতে প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৪১৩৩২ জনের। অপরদিকে ইতালীতে প্রতি ১০ লক্ষে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৩৫৭০ জন ও ৪৯৫ জন। দেশটিতে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার মধ্য করোনা ভাইরাস পরীক্ষা হয়েছে ৩৯৩৮৫ জনের। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার মধ্য আক্রান্ত ৯৬৯ জন ও প্রতি ১০ লক্ষে মৃত্যু ৬ জনের। দেশটিতে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার মধ্য করোনা ভাইরাস টেস্ট হয়েছে ১১৬৫৩ জনের। সারাবিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৯৩২৯৮৪ জন ও মোট মৃত্যু হয়েছে ২৭১০২৯
জনের। বিশ্বে গড়ে প্রতি ১০ লক্ষ জনসাধারনের মধ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫০৫ জন ও প্রতি ১০ লক্ষে গড়ে মৃত্যু হয়েছে ৩৪.৮ জনের। সারাবিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।