দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৩১৩৪ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৭০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৩১৩৪ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৭ জন ও মোট মৃত্যুর সংখ্যা ২০৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ১৯১ জন ও ফলে মোট সুস্থ্যের সংখ্যা ২১০১। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শুক্রবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ৫৭০৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯৪১টি ও এর মধ্য আক্রান্ত পাওয়া যায় ৭০৯ জনকে। দেশের ৩৫টি ল্যাবে এই করোনা ভাইরাস টেস্ট সম্পূর্ণ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় যে ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে তাদের মধ্য ৫ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। এদের ১ জনের বয়স ৯০ এর ওপরে, ২ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্য, ২ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্য, ও ২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্য।