নরসিংদীতে নতুন করে আরও ২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত
হঠাৎ করে নরসিংদীতে আবার করোনা ভাইরাসে আক্রান্তের হার বেড়ে গেছে। গত ৬ই মে পাঠানো ৬৪টি নমুনার মধ্য ২০টির ফলাফল পজেতিভ এসেছে। এর মধ্য সদর উপজেলার রয়েছে ১৩ জন ও পলাশ উপজেলার ৭ জন। সপ্তাহ খানেক ধরে নমুনা অনুসারে পজেটিভ কম আসতেছিল। আজকের ২০ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ২০৩ জনে। নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্র থকে এই তথ্য পাওয়া গেছে। নীচে থানা ওয়ারী আক্রান্তের পরিসংখ্যান দেওয়া হল।
সদর থানাঃ ১১১ জন
রায়পুরা থানাঃ ২৭ জন
পলাশ থানাঃ ১৭ জন
বেলাবো থানাঃ ২৫ জন
শিবপুর থানাঃ ১৮ জন
মনোহরদী থানাঃ ৫ জন
এর আগে গতকাল নরসিংদী জেলার সিভিল সার্জন ডাঃ ইব্রাহীম টিটনের স্বাক্ষরিত এক তালিকায় আক্রান্তের সংখ্যা ছিল ১৮৩ জন। জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্য ১ জন সদর থানার ও অপরজন পলাশের।