দেশে নতুন করে আরও ৭০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৭০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১২৪২৫ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরনের সংখ্যা নিশ্চিত করা হয়নি। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ১৩০ জন ও ফলে মোট সুস্থ্যের সংখ্যা ১৯১০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় ৬৩৮২টি নমুনা সংগ্রহ করে ৫৮৬৭টি পরীক্ষা করে ৭০৬ জনকে আক্রান্ত পাওয়া যায়। দেশের ৩৪টি ল্যাবে এই নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০৫৫১৩টি। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহৃত ঔষধ রেমডিসিভির পাওয়া যাবে ২০শে মে থেকে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আবিস্কৃত করোনা ভাইরাসের ভেকসিন জুন শেষে দেশে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসনের ডিজি।