দেশে প্রতি ১০ লক্ষে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭১ জনে
এ পর্যন্ত সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭১৯ জনে। আর মৃত্যুর সংখ্যা ১৮৬ জন। এই পর্যন্ত মোট ৯৯৬৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার মধ্য করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে। অপরদিকে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্য মারা গেছে ১ জন। এদিকে প্রতি ১০ লক্ষে করোনা ভাইরাস পরীক্ষা হয়েছে ৬০৫ জনের।
অপরদিকে প্রতি ১০ লক্ষে ভারতে আক্রান্ত হয়েছে ৩৬ জন ও প্রতি ১০ লক্ষে মৃত্যু হয়েছে ১ জনের। দেশটিতে প্রতি ১০ লক্ষে করোনা ভাইরাস পরীক্ষা হয়েছে ৯২৫ জনের। যুক্তরাষ্ট্রে প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৩৭৪০ জন ও প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় মৃত্যু হয়েছে ২১৮ জনের। যুক্তরাষ্ট্রে প্রতি ১০ লক্ষে করোনা ভাইরাস টেস্ট করা হয়েছে ২৩৩৪৭ জনের। স্পেনে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার মধ্য আক্রান্ত ও মৃত্যু হয়েছে যথাক্রমে ৫৩৫৯ জন ও ৪৪৮ জন। দেশটিতে প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৪১৩৩২ জনের। অপরদিকে ইতালীতে প্রতি ১০ লক্ষে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৩৫২৩ জন ও ৪৮৫ জন। দেশটিতে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার মধ্য করোনা ভাইরাস পরীক্ষা হয়েছে ৩৭১৫৮ জনের। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার মধ্য আক্রান্ত ৮৬৯ জন ও প্রতি ১০ লক্ষে মৃত্যু ৬ জনের। দেশটিতে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার মধ্য করোনা ভাইরাস টেস্ট হয়েছে ১০৮১৮ জনের। সারাবিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৭৪৪৭৬৫ জন ও মোট মৃত্যু হয়েছে ২৫৮৮৮৪ জনের। বিশ্বে গড়ে প্রতি ১০ লক্ষ জনসাধারনের মধ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৮০ জন ও প্রতি ১০ লক্ষে গড়ে মৃত্যু হয়েছে ৩৩.২ জনের।