দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৭১৯ জনে
আগের রেকর্ড ভঙ্গ করে দেশে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৭৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১১৭১৯ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা ১৮৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেহ সুস্থ্য হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে বুধবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় যে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে তাদের মধ্য ২ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। এর মধ্য ২ জন ঢাকার ও ১ জন ঢাকার বাইরের। ৩ জনের মধ্য ২ জনের বয়স ৬০ এর ওপরে ও ১ জনের বয়স ৪১ থেকে ৫০ এর মধ্য। গত ২৪ ঘণ্টায় ৬৭৭১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্য পরীক্ষা করা হয়েছে ৬২৪১টি নমুনার। দেশে এ পর্যন্ত ৯৯৬৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আজই দেশে সর্বাধিক নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। দেশে আজই সবচেয়ে বেশী মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। দেশের ৩৩টি ল্যাবে করোনা ভাইরাস টেস্ট করা হচ্ছে।