ভারতে করোনায় আক্রান্ত হয়ে একদিনেই মৃত্যু ১৯৫ জনের
গত ২৪ ঘণ্টায় ভারতে ১৯৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে। অপরদিকে একই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ৩৯০০ জন। করোনা ভাইরাসের সংক্রমন শুরুর পর থেকে গত ২৪ ঘন্টায়ই রেকর্ড সবচেয়ে বেশী আক্রান্ত ও মৃত্যু হয়েছে। এটি ভারতে লকডাউন শিথিলের কুফল বলে দেশজুড়ে সমালোচনা চলছে। এই খবর দিয়েছে ভারতের জনপ্রিয় আনন্দ বাজার পত্রিকা। ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৪৬৪৩৩ জন ও মোট মৃত্যু হয়েছে ১৫৬৮ জনের। তবে এরই মাঝে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ১২৭২৭ জন। মোট আক্রান্তের মধ্য ১১১ জন বিদেশীও রয়েছেন। তবে একদিন আগেই ভারতে আক্রান্তের রেকর্ড ছিল ২৫২৩ জন ।
ভারতের রাজ্যগুলির মধ্য মহারাষ্ট্রে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশী। এ পর্যন্ত এই রাজ্যে আক্রান্ত হয়েছে ১৪৫৪১ জন ও মৃত্যুবরন করেছে ৫৮৩ জন। মহারাষ্ট্রের পরেই আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বেশী রয়েছে যথাক্রমে গুজরাট ও দিল্লীতে। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত আক্রান্ত ও মৃত্যু হয়েছে যথাক্রমে ১২৫৯ ও ২১৮ জনের।