প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৬৬ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৫৬৭ জনের

গত ২৪ ঘন্টায় দেশে সবচেয়ে বেশী মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৭৮৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১০৯২৯ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ১ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা ১৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সুস্থ্য হয়েছে আরও ১৯৩ জন ও এ নিয়ে মোট সুস্থ্য ১৪০৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে মঙ্গলবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ৬১৮২টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এর মধ্য পরীক্ষা করা হয়েছে ৫৭১১টি নমুনা। এ পর্যন্ত মোট ৯৩৪০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে জন মৃত্যুবরন করেছে তিনি একজন পুরূষ ও বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্য। ৯৩৪৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ও এর মধ্য ১ জন ক্রিটিক্যাল অবস্থায় আছেন। প্রতি ১০ লক্ষে দেশে আক্রান্তের সংখ্যা ৬৬ জন ও প্রতি ১০ লক্ষে মৃত্যুর সংখ্যা ১ জন। প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৫৬৭ জনের।