১৪ই মে পর্যন্ত ছুটির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়

সরকারী আদেশে বলা হয়েছে, ১৪ মে পর্যন্ত সরকারী ছুটি চলবে। শুক্র ও শনিবার সরকারী ছুটি থাকায় এই ছুটি ১৬মে পর্যন্ত বর্ধিত হবে। অপরদিকে লকডাউনের মেয়াদও ১৬ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে লকডাউনে রাত ৮টা থেকে সকল ৬টা পর্যন্ত অতি জরুরী প্রয়োজন ছাড়া জনসাধারনকে বাহিরে যেতে নিষেধ করা হয়েছে। আদেশে বলা হয়েছে সরকারী কর্মচারী ও কর্মকর্তারা এবার ঈদের ছুটিতে কর্মস্থল ত্যগ করতে পারবেন না। এদিকে ঈদে আন্তঃজেলা যান চলাচলও বন্ধ থাকবে বলে আদেশে বলা হয়েছে। এছাড়া চলমান ‘সাধারণ ছুটির’ সময় এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জন সাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কতিপয় শর্ত সাপেক্ষে আগামী ১০ই মে থেকে সীমিত পরিসরে সপিং মল ও দোকান পাট খোলা রাখা যাবে বলে আদেশে বলা হয়েছে। তবে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকানপাট ও সপিংমল খোলা থাকবে ও মল বা মার্কেটে প্রবেশের সময় সকলকে জীবানু নাশক স্প্রে দিয়ে জীবানু মুক্ত করতে হবে। মল কিংবা মার্কেট আসা গাড়িসমূহকেও জীবানু নাশক স্প্রে করে জীবানু মুক্ত করে নিতে হবে। সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রেতা সাধারনকে কেনাকাটা করতে হবে। তবে সপিংমল ও দোকানসমুহ অবশ্যই বিকাল ৪টার মধ্য বন্ধ করতে হবে।