সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল

বেড়েই চলেছে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬৮৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১০১৪৩ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৫ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা ১৮২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে আরও ১৪৭ জন ও এখন পর্যন্ত মোট সুস্থ্য ১২০৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।


গত ২৪ ঘণ্টায় ৬২৬০টি নমুনা পরীক্ষা করে ৬৮৮ জনকে আক্রান্ত পাওয়া যায়। দেশে এ পর্যন্ত মোট ৮৭৬৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৫ জন মৃত্যুবরন করেছে তাদের সকলেই পুরুষ। এর মধ্য ৩ জন ঢাকার, ১ জন ময়মনসিংহ ও ১ জন সিলেটের। এদের মধ্য ৩ জনের বয়স ৬০ এর ওপরে, ১ জনের ৫০ থেকে ৬০ এর মধ্য ও ১ জনের ৩০ থেকে ৪০ এর মধ্য। সারাদেশে এখন ৩৩টি ল্যাবে করোনা ভাইরাস কোভিড-১৯ টেস্ট হচ্ছে। সারাদেশে এখন ৮৭৫২ জন চিকিৎসাধীন আছেন ও এর মধ্য ১ জন ক্রিটিক্যাল অবস্থায় আছেন। প্রতি ১০ লক্ষে আক্রান্তের সংখ্যা ৬২ জন ও প্রতি ১০ লক্ষে মৃত্যুর সংখ্যা ১ জন। এদিকে প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৫৩২ জনের।