দেশে নতুন করে ৬৬৫ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৯৪৫৫ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ২ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা ১৭৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে রবিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল ৫২১৪টি এবং এর মধ্য পরীক্ষা করা হয়েছে ৫৩৬৮টি নমুনা। এ পর্যন্ত মোট ৮১৪৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ২ জন মৃত্যুবরন করেছে তাদের মধ্য ১ জন নারায়ণগঞ্জের ও অপর জন রংপুরের। ১ জনের বয়স ১০ থেকে ২০ এর মধ্য এবং অপরজনের বয়স ৬০ এর ওপরে। দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০৬৩ জন সুস্থ্য হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৯১০১ জন ও এর মধ্য ক্রিটিক্যাল আছেন ১ জন। দেশে প্রতি ১০ লক্ষে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জন, প্রতি ১০ লক্ষে মৃত্যুর সংখ্যা ১ জন। প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৪৯৪ জনের।