চট্রগ্রামে পুলিশের ১২ সদস্য আক্রান্ত হওয়ার পর ট্রাফিক পুলিশের ৩০০ সদস্য কোয়ারেন্টাইনে

চট্রগামে নূন্যতম নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই দায়িত্ব পালন করে আসা পুলিশের ১২ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই অবস্থায় চট্রগ্রাম ট্রাফিক পুলিশের প্রায় ৩০০ সদস্যকে কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নেওয়া হয়েছে। ফলে চট্রগ্রামে ট্রাফিক ব্যবস্থা অনেকটা ভেঙ্গে পড়েছে। চট্রগ্রামে সামনের দিনগুলিতে আইন শৃংঙ্খলা রক্ষার করার গুরু দায়িত্ব আরও কঠিন হয়ে পরবে বলে আসংস্কা করা হচ্ছে। সারাদেশে বিপুল জনগোষ্টীকে লকডাউন মানাতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে পুলিশসহ আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদেরকে প্রতি নিয়ত হটস্পটগুলিতে বিচরন করতে হচ্ছে জনগনকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে উপদেশ দিতে। ফলে তারা নিজেরাই অজানা বাহকের মাধ্যমে আক্রান্ত হয়ে পড়ছে।

এদিকে সারাদেশে এপর্যন্ত পুলিশের প্রায় সাড়ে ৮শ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে পুলিশ ডিপার্টমেন্টে দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন। ইতিমধ্য পুলিশের ৫ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। পুলিশ সদস্যরা এই লকডাউনে সারাদেশে আইন শৃংঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পুলিশের পাশাপাশি র‍্যাব, সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরাও এই মহামারিতে দায়িত্ব পালন করে যাচ্ছেন নিরলসভাবে। পুশিশ সদস্যরা দেশের নানা স্থানে মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রীও পৌছে দিচ্ছেন। বিপুল সংখ্যক পুলিশ কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকায় রোটিন দায়িত্ব পালনে সমস্যা দেখা দিয়েছে।