নরসিংদীতে ৬ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

বেশ কয়েকদিন বিরতির পর আবারও নতুন করে নরসিংদী জেলায় ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ২৯ শে এপ্রিল ৭৪টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। এর মধ্য পরীক্ষায় ৬ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্য সদরের রয়েছে ৫ জন ও রায়পুরার ১ জন। এর ফলে নরসিংদী জেলায় মোট আক্তান্তের সংখ্যা দাঁড়াল ১৭২ জনে। এই তথ্য সিভিল সার্জন অফিস নরসিংদীর। তবে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হালানাগাদ আইইডিসিআরের পরিসংখ্যানে দেখা যায় নরসিংদীতে মোট আক্রান্তের সংখ্যা ১৪৫ জন। আবার সিভিল সার্জনের তথ্যমতে জেলায় মৃত্যুর সংখ্যা ২ জন। কিন্তু আইইডিসিআরের পরিসংখ্যানে দেখা যায় জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ জনের। ফলে জেলায় প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে ধুয়াশা রয়েই গেল। নীচে নরসিংদী জেলার থানা ভিত্তিক আক্রান্তের পরিসংখ্যান দেওয়া হল।

 নীচে থানা ভিত্তিক মোট আক্রান্তদের সংখ্যা আবারও দেওয়া হল।

সদর থানাঃ ৮৫ জন

রায়পুরা থানাঃ ৩৪ জন

শিবপুর থানাঃ ১৭ জন

মনোহরদী থানাঃ ৫ জন

পলাশ থানাঃ ৮ জন

বেলাব থানাঃ ২৩ জন

আজও সিভিল সার্জন নরসিংদীর বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম কর্মীরা জানিয়েছেন বৃহস্পতিবার জেলা হাসপাতালে আইসোলেশনে থাকা ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ্য হওয়ায় ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে গেছে। তবে সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ্য হয়েছে। এর আগেও এই জেলায় ১৭ জন আক্রান্ত রোগী সুস্থ্য হয়েছে বলে জানানো হয়েছিল সিভিল সার্জন অফিস থেকে। তবে সুস্থ্যের সংখ্যা নিয়ে এখনো বিভ্রান্তি থেকেই গেল।