দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৮২৩৮ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৫৭১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৮২৩৮ জন। অপরদিকে একই সময়ে নতুন মৃত্যুবরন করেছে ২ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা ১৭০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে ১৪ জন ও এ নিয়ে মোট সুস্থ্য ১৭৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শুক্রবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ৫৫৭৩টি নমুনা পরীক্ষা করে ৫৭১ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া যায়। গত ২৪ ঘণ্টায় যে ২ জনের মৃত্যু হয়েছে তাদের ১ জন পুরুষ ও ১ জন মহিলা। এর মধ্য ১ জন ঢাকার এবং ১ জন ঢাকার বাইরের। করোনা ভাইরাস টেস্ট শুরু হওয়ার পর থেকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশী নমুনা পরীক্ষা করা হয়েছে। আজকের ফলাফল থেকে দেখা যায় গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হার কমেছে। অপরদিকে সুস্থ্যের সংখ্যা কিছুটা বেড়েছে। এ পর্যন্ত দেখা যায় দেশে প্রতি ১০ লক্ষে ৫০ জন আক্রান্ত শনাক্ত হয়েছে এবং প্রতি ১০ লক্ষে মৃত্যু হয়েছে ১ জনের। ৭৮৯৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন ও এর মধ্য ১ জন ক্রিটিক্যাল অবস্থায় আছেন।