দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬৭ জনে

প্রতিদিনই বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৫৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৭৬৬৭ জন। অপরদিকে একই সময়ে নতুন মৃত্যুবরন করেছে ৫ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে ১০ জন ও মোট সুস্থ্য ১৬০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ৫৬২৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্য থেকে ৪৯৬৫টি নমুনা পরীক্ষা করে ৫৬৪ জনকে আক্রান্ত পাওয়া যায়। গত ২৪ ঘণ্টায় যে ৫ জন মৃত্যুবরন করেছে তাদের মধ্য ৩ জন পুরুষ ও ২ জন মহিলা। এদের মধ্য ৪০-৫০ বছর বয়সের মধ্য ৩ জন ও ৬০ বছর বয়সের ওপরে ২ জন। সারাদেশে এখন ২৯টি ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষা হচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট চিকিৎসাধীন আছেন ৭৩৩৯ জন। আর এর মধ্য ১ জন আছে ক্রিটিক্যাল অবস্থায়। দেশে মোট করোনা ভাইরাস টেস্ট হয়েছে ৬৪৬৬৬ জনের। প্রতি ১০ লক্ষে আক্রান্তের সংখ্যা ৪৭ জন ও প্রতি ১০ লক্ষে নমুনা পরীক্ষার সংখ্যা ৩৯৩ জনের। প্রতি ১০ লক্ষে মৃত্যু হয়েছে ১ জনের।