গাজী গ্রুপের উদ্যোগে দেশে প্রথম বেসরকারী পিসিআর ল্যাব স্থাপন

নারায়নগঞ্জের রুপগঞ্জে বেসরকারী উদ্যোগে প্রথম করোনা ভাইরাস সনাক্তকরনের জন্য পিসিআর ল্যাব উদ্ভোদন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার (২৯ এপ্রিল ) দুপুর ১২টায় এই ল্যাব উদ্ভোদন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী জাহিদ মালিক। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর উদ্যোগে ল্যাবটি স্থাপন করা হয়। বেসরকারী মালিকানা ও ব্যবস্থাপনায় এটিই দেশের প্রথম পিসিআর ল্যাব।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনের বেস্টওয়ে সিটিতে স্থাপিত এই ল্যাবটিতে নমুনা পরীক্ষার কাজে থাকবেন দুইজন ভাইরোলজিস্ট ও চারজন চিকিৎসক। আর নমুনা সংগ্রহ করবেন পাঁচজন টেকনোলজিস্ট। টেকনোলজিস্টরা নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করবেন। নারায়নগঞ্জের বিভিন্ন স্থানে ৫টি বুথও স্থাপন করা হবে নমুনা সংগ্রহ করার জন্য। এই নমুনা ল্যাবে নিয়ে এসে পরীক্ষা করা হবে। তবে বিনা মূল্যে মানুষ এই সেবা পাবে বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা। এতদিন নারায়নগঞ্জের নমুনা ঢাকায় এনে পরীক্ষা করা হত। এখন তা রুপগঞ্জেই সম্ভব হবে। স্থাপিত ল্যাবটি অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত ও এর নিরাপত্তা ব্যবস্থাও অত্যাধুনিক।

ভার্চুয়াল উদ্ভোদনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী জনাব জাহিদ মালিক এমপি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এছাড়াও এই অনুষ্ঠানে অংশ গ্রহন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডঃ মোঃ আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন ডাঃ মোঃ ইমতিয়াজসহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। যোগাযোগের জন্য দুটি হটলাইন নাম্বার ০১৭৭-৭৭৭৪২২০ ও ০১৭৭-৭৭৭৪২২২।