মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ১ লক্ষ ভারতীয়কে আনতে জাহাজ ও বিমান পাঠাবে ভারত

ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে ৩১৩৩২ জন ও মৃত্যুর সংখ্যা ১০০৮ জন। ভারতজুড়ে এ পর্যন্ত করোনা ভাইরাস টেস্ট করা হয়েছে মোট ৭৭০৭৬৪ জনের। ভারতের লোকসংখ্যা প্রায় ১৪০ কোটির কাছাকাছি। মোট আক্রান্তের ৩.২১% মৃত্যুবরন করেছে দেশটিতে। দেশটিতে প্রতি ১০ লক্ষ জনসাধারনের মধ্য ২২ জন আক্রান্ত হয়েছে। জনসংখ্যা অনুপাতে ভারতে আক্রান্ত ও মৃত্যু উভয় দিক থেকেই অন্যান্য দেশের সাথে তুলনা করলে অনেক কম আছে বলে প্রতীয়মান হয়। ভারত সরকার সেদেশে করোনা ভাইরাসের সংক্রমন ও মৃত্যু নিয়ন্ত্রনে রাখতে সমর্থ হয়েছে।

ভারতের লক্ষাধিক নাগরিক মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আটকা পড়েছে। ভারত সরকার তাদেরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। আর এই বিপুল সংখ্যক মানুষকে আনতে ভারত সরকার কয়েকটি বড় জাহাজ ও বিমান ব্যবহার করবে। শীঘ্রই ভারত মধ্যপ্রাচ্যে আটকা পড়াদের আনতে জাহাজ ও বিমান পাঠাবে। যেহেতু যাত্রীদের মধ্য সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে সেই জন্য আসন ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। ভারতের জনপ্রিয় আনন্দ বাজার পত্রিকা এমন খবর প্রকাশ করেছে। ইতিমধ্য দেশটিতে অর্থনীতিকে সচল রাখতে লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। কতিপয় এলাকা ও কৃষিসহ কিছু শিল্প কারখানা খুলে দেওয়া হয়েছে।