দেশে নতুন করে ৬৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৭১০৩ জন। অপরদিকে একই সময়ে নতুন মৃত্যুবরন করেছে ৮ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা ১৬৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে বুধবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন। আজ সবচেয়ে বেশী নমুনা পরীক্ষা করা হয়েছে এবং আজ মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশী.।

গত ২৪ ঘণ্টায় ৪৭০৬টি নমুনা সংগ্রহ করা হয়। আর আগের দিনের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ৪৯৬৮টি নমুনার। এর মধ্য করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয় ৬৪১ জন। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয় ৫৯৭০১টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে ১১ জন ও এ নিয়ে মোট সুস্থ্য ১৫০ জন। দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করা ১৬৩ জনের মধ্য ১৩৬ জনই ঢাকার। অবশিষ্ট ২৭ জন কেবল সারাদেশে মৃত্যুবরন করেছে। গত ২৪ ঘণ্টায় যে ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে তার মধ্য ৬ জন পুরুষ ও ২ জন নারী। এর মধ্য ঢাকার রয়েছে ৬ জন ও ঢাকার বাইরে ২ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন ৬৭৯০ জন। এর মধ্য ক্রিটিক্যাল অবস্থায় আছেন ১ জন। দেশে এখন পর্যন্ত প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৪৩ জন ও প্রতি ১০ লক্ষে মৃত্যু হয়েছে ১ জনের। মোট আক্রান্তের মধ্য ৬৮% পুরুষ ও নারী ৩২%।