দেশে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৪৯ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৫৪৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬৪৬২ জন। অপরদিকে একই সময়ে নতুন মৃত্যুবরন করেছে ৩ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা ১৫৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে ৮ জন ও মোট সুস্থ্য এখন ১৩৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে মঙ্গলবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় যে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন তাদের সকলেই ঢাকার এবং সকলের বয়সই ৬০ এর ওপরে। গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ৪৩০৯টি নমুনা সংগ্রহ করা হয় ও পরীক্ষা করা হয় ৪৩৩২ টি নমুনার। শুরু থেকে এ পর্যন্ত টেস্ট করা হয়েছে ৫০৪০১ জনের। সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৬১৬৮ জন ও এর মধ্য ক্রিটিকেল অবস্থায় আছে ১ জন। দেশে প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৩৯ জন ও প্রতি ১০ লক্ষে করোনা ভাইরাস টেস্ট হয়েছে ৩০৬ জনের।