নরসিংদীতে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থ্যের সংখ্যা নিয়ে বিভ্রান্তি

২৫শে এপ্রিলের পর নরসিংদী্তে করোনা ভাইরাসে আক্রান্ত, সুস্থ্য ও হতাহতের আর কোন তথ্য পাওয়া যায়নি। সবশেষ ২৪শে এপ্রিল জেলার বিভিন্ন স্থান থেকে ৩৫টি নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর আইপিএইচে পাঠানো হয়। ২৫শে এপ্রিল এর ফলাফলে দেখা যায় এতে কেহই করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হয় নাই। আর সে পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৬৮ জন। কিন্তু ২৫শে এপ্রিল সকাল ৮টায় আইইডিসিআরের প্রকাশিত তালিকায় দেখা যায় নরসিংদী জেলায় মোট আক্রান্ত ১৪১ জন। ২৬শে এপ্রিল সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একই সংস্থার প্রকাশিত তালিকায় দেখা যায় জেলায় ১৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত। জেলায় উল্লেখিত সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জন মৃত্যুবরন করেছে বলে জেলা সিভিল সার্জন সূত্র জানিয়েছিল। কিন্তু আইইডিসিআরের ২৬শে এপ্রিল সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রকাশিত তালিকায় দেখা যায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় ১ জনই মৃত্যুবরন করেছে। অপরদিকে স্থানীয় সংবাদ মাধ্যম ও সিভিল সার্জন সূত্র থেকে জানা গিয়েছিল জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ্য হয়েছে ১৭ জন। কিন্তু আইইডিসিআর থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায় জেলায় এ পর্যন্ত ১ জন সুস্থ্য হয়েছে। সংস্থাটির ২৭শে এপ্রিল সকাল ৮টা পর্যন্ত হাল নাগাদ তথ্যেও আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা ও সুস্থ্যের সংখ্যা যথাক্রমে ১৪২ জন, ১ জন ও ১ জনই দেখা যায়।

এদিকে সবশেষ তথ্য অনুযায়ী সারাদেশে ৬০টি জেলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশী আক্রান্ত ও মৃত্যু হয়েছে ঢাকা শহরে। ঢাকার পরেই আক্রান্তের দিক থেকে বেশী রয়েছে যথাক্রমে নারায়নগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদীতে। সবশেষ তথ অনুযায়ী ২৬শে এপ্রিল ৬৫টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। তবে আজ তার ফলাফলে সবকটিই নেগেটিভ এসেছে বলে সিভিল সার্জন সূত্র থেকে জানা গেছে।