দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ৫৯১৩ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪৯৭ জন করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৫৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরন করেছে আরও ৭ জন ও মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে ৯ জন ও মোট সুস্থ্য ১৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে সোমবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ৪১৯২ জনের নমুনা সংগ্রহ করে ৩৮১২টি নমুনা পরীক্ষা করে ৪৯৭ জনের মধ্য করোনা ভাইরাসের সংক্রমন পাওয়া যায়। গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরন করেছেন তাদের মধ্য ৬ জন পুরুষ ও ১ জন নারী। এর মধ্য ঢাকায় ৫ জন, সিলেটে ১ জন ও রাজশাহীতে ১ জন রয়েছে। মৃত্যুবরন করা ৭ জনের মধ্য ৫ জনের বয়স ৬০ এর ওপরে। দেশের ৬০টি জেলা এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সাতক্ষীরা ও নাটোর এই চারটি জেলায় এখনো কেহ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয় নাই।