সৌদি আরবে কারফিউ শিথিল

সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক আদেশে সৌদি আরবে রমজান মাস উপলক্ষে কারফিউ শিথিলের ঘোষনা দিয়েছেন। আদেশে অনুযায়ী পবিত্র শহর মক্কা ও করোনা ভাইরাসের হটস্পট এলাকা ছাড়া সারদেশেই এই আদেশ কার্যকর হবে। উল্লেখ্য সৌদি আরবে করোনা ভাইরাস সংক্রমনের কারনে সারাদেশেই ২৪ ঘন্টা কারফিউ বলবৎ আছে। এই আদেশে বলা হয়েছে ২৯শে এপ্রিল থেকে ১৩ই মে পর্যন্ত পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশে কার্যকর থাকবে। নতুন এই আদেশে বলা হয়েছে ২৯শে এপ্রিল থেকে ১৩ই মে পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তবে মক্কা ও অতিমাত্রায় ভাইরাস ছড়িয়ে পড়েছে এমন এলাকা ছাড়া পুরো সৌদি আরবেই এই আদেশ কার্যকর থাকবে।

নতুন আদেশের ফলে উল্লেক্ষিত সময়ে সৌদি আরবের পাইকারী ও খুচরা বাজার বা দোকানপাট খোলা থাকবে। কিছু কিছু অর্থনৈতিক ও বানিজ্যিক এলাকা খুলে দেওয়া হবে। কনস্ট্রাকশন কোম্পানীগুলি আবার তাদের কার্যক্রম চালু করতে পারবে। তবে বিউটি সপ, সেলুন, জীম, সিনেমা হল ও রেস্টুরেন্ট চালু রাখা যাবে না। সূত্রঃ সৌদি নিউজ এজেন্সি ও কুয়েত নিউজ এজেন্সি।