দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯৯৮ জনে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ৪৯৯৮ জন। একই সময়ে মৃত্যুবরন করেছে ৯ জন। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৪০ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তবে তিনি আজ নতুন করে সুস্থ্য হওয়ার কোন খবর দেননি। ফলে মোট সুস্থ্য ১১২ জনই রয়ে গেল।

গত ২৪ ঘণ্টায় যে ৯ জন নতুন করে মৃত্যুবরন করেছে তাদের ৫ জন নারী ও ৪ জন পুরুষ। এর মধ্য ঢাকায় রয়েছে ৩ জন ও ঢাকার বাইরে ৬ জন। ঢাকার বাইরের ৬ জনের মধ্য রয়েছে নারায়ণগঞ্জের ২ জন, জয়পুর হাটের ২ জন ও টাঙ্গাইলের ১ জন। নতুন ৯ জন মৃতের মধ্য ৭ জনের বয়স ৭০ এর অধিক। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩৪২২টি ও পরীক্ষা করা হয়েছে ৩৩৩৬টি।