দেশে নতুন করে আরও ৫০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬৮৯ জনে। একই সময়ে মৃত্যু হয়েছে ৪ জনের ও মোট মৃত্যু ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৪ জন ও মোট সুস্থ্য ১১২ জন। আজ স্বাস্থ্য মন্ত্রনালয় আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় যে ৪ জন মৃত্যুবরন করেছেন তাদের সকলেই পুরুষ। এদের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্য এবং সকলেই ঢাকার। গত ২৪ ঘণ্টায় ৩৬৮৬টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে ৫০৩ জনকে আক্রান্ত পাওয়া যায়। এই পর্যন্ত টেস্ট করা হয়েছে মোট ৩৯৭৭৬টি।