দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১৮৬ জন
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪১৮৬ জন। একই সময়ে মৃত্যুবরন করেছে ৭ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১২৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে ১৬ জন ও মোট সুস্থ্য ১০৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আজ এক ব্রিফিংয়ে এই তথ জানিয়েছেন। মোট আক্রান্তের মধ্য ৩৯৫১ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্য ১ জন ক্রিটিকেল অবস্থায় আছে।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরন করা ৭ জনের মধ রয়েছে ৫ জন পুরুষ ও ২ জন নারী। এই ৭ জনের সকলেই ঢাকার। মোট আক্রান্তের মধ্য ৬৮% পুরুষ ও ৩২% নারী রয়েছে। মো মৃতের মধ্য ২৪% ২১-৩০ বছর বয়সের মধ্য রয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩৯২১টি, তার মধ্য পরীক্ষা করা হয়েছে ৩৪১৬টি। এর মধ্য আক্রান্ত পাওয়া যায় ৪১৪ জন। দেশের বাইরে বিভিন্ন দেশে এ পর্যন্ত ৩০০ জনের অধিক বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন। আক্রান্তের দিক থেকে ঢাকা শহরের পরেই বেশী রয়েছে নারায়নগঞ্জ, গাজিপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায়।