নরসিংদী জেলার করোনা ভাইরাস টেস্ট নিয়ে জটিলতা

শনিবারের পর থেকে নরসিংদী জেলার করোনা ভাইরাসের আক্রান্তের আপডেট নিয়মিত দেওয়া হচ্ছে না। শনিবার ৭৭ জনের নমুনা সংগ্রহ করে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রিসার্চ সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর রিপোর্ট পরদিন রবিবার জেলা সিভিল সার্জন অফিসে আসার কথা থাকলেও এ দিন আসেনি। পরদিন সকাল ১১টার পর আগের দিনের রিপোর্ট দেওয়া হয়। কিন্তু রবিবার ও সোমবার যে নমুনাগুলি সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল সেগুলির রিপোর্ট জেলা সিভিল সার্জন অফিসে এই রিপোর্ট লেখা পর্যন্ত পৌছে নাই। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এতদিন নমুনা সংগ্রহ করে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রিসার্চ সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হত। গত কয়েকদিন ধরে উক্ত ল্যাবে জটিলতা দেখা দেওয়ায় ও নমুনা পরীক্ষা করে প্রাপ্ত ফলাফলে কিছুটা জটিলতা থাকায় পূর্বের নমুনাগুলি আবার মহাখালি আইপিএইচ এ পাঠানো হয় পুনরায় পরীক্ষা করার জন্য। এই ফলাফলও পেতে একটু সময় লাগবে বলে জানা গেছে সিভিল সার্জন অফিস সূত্র থেকে।