নরসিংদীতে আরও ৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত
জেলায় নতুন করে ৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৭ জনে। গত রবিবার জেলার বিভিন্ন থানার ৭৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের মধ্য থেকে নতুন করে ২৭ জন ও সোমবার আরও ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে তাদের মধ্য থেকে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্য সদর থানায় রয়েছে ১০ জন, রায়পুরা থানায় ৭ জন , পালাশে রয়েছে ২ জন ও বেলাবতে ১২ জন। জেলায় ইতিমধ্য ৫ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্র থেকে এই পরিসংখ্যান পাওয়া গেছে। নীচে থানা ভিত্তিক মোট আক্রান্তদের সংখ্যা দেওয়া হল।
সদর থানাঃ ৮০ জন
রায়পুরা থানাঃ ৩৩ জন
শিবপুর থানাঃ ১৭ জন
মনোহরদী থানাঃ ৫ জন
পলাশ থানাঃ ৭ জন
বেলাব থানাঃ ২৩ জন
এ ছাড়া আইইডিসিআর থেকে সরাসরি টেস্ট করালে আরও ২ জনের রিপোর্ট পজেটিভ আসে। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৬৭ জনে।