দেশে গত ২৪ ঘণ্টায় ৩৯০ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত

গত ২৪ ঘণ্টায় আক্তান্ত ৩৯০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় নতুব করে ৩৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৭৭২ জন। একই সময়ে মৃত্যুবরন করেছে ১০ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে ৫ জন ও মোট সুস্থ্য ৯২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আজ এক ব্রিফিংয়ে এই তথ জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩০৫২টি সংগ্রহ ও ৩০৯৬টি নমুনা পরোক্ষা করে ৩৯০ জনকে করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় যে ১০ জন মৃত্যুবরন করেছে তাদের মধ্য ৭ জন পুরুষ ও ৩ জন নারী। আবার মৃত ১০ জনের ৭ জনই ঢাকার ও ৩ জন ঢাকার বাইরের। মোট আক্রান্তের ৭৩ শতাংশই ঢাকা বিভাগের মধ্য রয়েছে।