নরসিংদী জেলার করোনা ভাইরাসের সর্বশেষ সংবাদ

শেষ খবর পাওয়া পর্যন্ত নরসিংদী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৫ জন। রবিবার যে রিপোর্ট দেওয়ার কথা ছিল নরসিংদী সিভিল সার্জন অফিস থেকে তা বিলম্বে তাদের হাতে আসায় তা সরবরাহ করা হয় সোমবার সকাল ১১টার পরে। ওই সময় থানা ভিত্তিক করোনা ভাইরাসে আক্রান্তের পরিসংখ্যান দেওয়া হয় নাই। শুধু জানানো হয়েছিল জেলায় ৩০ জন আক্রান্ত হয়েছে। তবে তারা আজ থানা ভিত্তিক আক্রান্তের পরিসংখ্যান সরবরাহ করেছে। তাতে দেখা যায় নতুন আক্রান্তদের মধ্য সদর থানায় রয়েছে ২২ জন ও রায়পুরা থানায় ৮ জন। তবে এই ৩০ জনের মধ্য চিকিৎসক, চিকিৎসা কর্মী এবং জেলা অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। নরসিংদীর এক করোনা ভাইরাস আক্রান্ত রোগী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যুবরন করেছেন এবং এটিই জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। জেলায় ইতিমধ্য.২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। নীচে থানা ভিত্তিক মোট আক্রান্তদের সংখ্যা দেওয়া হল।
সদর থানাঃ ৭০ জন
রায়পুরা থানাঃ ২৬ জন
শিবপুর থানাঃ ১৭ জন
মনোহরদী থানাঃ ৫ জন
পলাশ থানাঃ ৫ জন
বেলাব থানাঃ ১১ জন

উল্লেখ্য নরসিংদীতে হঠাৎ করে করোনা ভাইরাসের সংক্রমন বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে ঢাকা, নারায়নগঞ্জ ও গাজিপুরের পরেই রয়েছে নরসিংদীর অবস্থান। করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের কারনে জেলার সচেতন মহল চিন্তিত হয়ে পড়েছে। তবে নরসিংদী জেলা প্রশাসক, এসপিসহ অন্যান্য কর্মকর্তারা মানুষকে লকডাউনের নিয়ম কানুন মানাতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলার বিভিন্ন স্থানে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যহত আছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনগনকে সচেতন হতে ও ঘরেই থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে। তবে গত ২৪ ঘন্টার আক্রান্তের পরিসংখ্যান এখনো হাতে আসেনি বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।