নারসিংদীতে নতুন আক্রান্ত ৩০ জন, মোট ১৩৪ জন

২৪ ঘন্টা অন্তর যে রিপোর্টি ১৯শে এপ্রিল পাওয়ার কথা ছিল তা আজ ১১টার পর জেলা সিভিল সার্জন অফিস সরবরাহ করেছে। এতে দেখা যায় জেলায় নতুন করে ৩০ জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৪ । শনিবার ৭৭ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। তাতে ৩০ জনের পজেটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্য সদর থানায়ই রয়েছে সবচেয়ে বেশী। জেলায় ইতিমধ্য ২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্র থেকে এই পরিসংখ্যান পাওয়া গেছে।

উল্লেখ্য নরসিংদীতে হঠাৎ করে করোনা ভাইরাসের  সংক্রমন বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে ঢাকা, নারায়নগঞ্জ ও গাজিপুরের পরেই রয়েছে নরসিংদীর অবস্থান। করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের কারনে জেলার সচেতন মহল চিন্তিত হয়ে পড়েছে। তবে নরসিংদী জেলা প্রশাসক, এসপিসহ অন্যান্য কর্মকর্তারা মানুষকে লকডাউনের নিয়ম কানুন মানাতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলার বিভিন্ন স্থানে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যহত আছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনগনকে সচেতন হতে ও ঘরেই থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।