নতুন করে আরও ৪৯২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু ক্রমে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৯২ জন। দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৯৪৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১০ জনের ও মোট মৃত্যু হয়েছে ১০১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে ১০ জন ও মোট সুস্থ্য ৮৫ জন। আজ স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় ২৭৭৯টি নমুনা পরীক্ষা করে ৪৯২ জনকে আক্রান্ত পাওয়া যায়। এ পর্যন্ত মোট ২৬৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন নাসিমা সুলতানা। গত ২৪ ঘণ্টায় যে ১০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্য ৮ জন পুরুষ ও ২ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ৫ জন ঢাকার, ৪ জন নারায়ণগঞ্জের ও ১ জন নরসিংদীর বলে জানিয়েছেন তিনি। আক্রান্তের সংখ্যার দিক থেকে ঢাকার পরেই রয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার অবস্থান।