সোমবার থেকে ভারতে লকডাউন শিথিল হচ্ছে
সোমবার থেকে ভারতে লকডাউনের কড়াকড়ি কিছুটা শিথিল হচ্ছে। অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রনে থাকায় ভারতীয় অর্থনীতির কয়েকটি খাতে লকডাউন কিছুটা শিথিল করা হবে। খুলে যাচ্ছে গ্রামীণ ও কৃষি অর্থনীতির অনেকটাই। সোমবার থেকে ভারতে কৃষিকাজ, মাছচাষ ও পশুপালন, উদ্যান পালন, ছোট শিল্প-কারখানা ও শিল্প প্রতিষ্ঠান, চা-কফি-রাবার চাষ, কেন্দ্র ও রাজ্য সরকারি অফিসের মতো একাধিক ক্ষেত্র খুলে দেওয়া হচ্ছে। কিন্তু এই সব ক্ষেত্র খুলে দেওয়ার পর সংক্রমণ কিছুটা বাড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। যদিও লকডাউনের নিয়মকানুনের এই শিথিলতা শুধুমাত্র নন হটস্পট এলাকাতেই সীমাবদ্ধ থাকবে। তবে সেখানেও সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার কথা বলা হয়েছে। এই খবর দিয়েছে ভারতের আনন্দ বাজার পত্রিকা।
ভারতে এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬৩৬৫ জন। ইতিমধ্য মৃত্যুবরন করেছে ৫২১ জন। ভারতে প্রতি ১০ লক্ষে আক্রান্ত ১২ জন ও প্রতি ১০ লক্ষে মৃত্যু ০.৪ জন। আর বাংলাদেশে প্রতি ১০ লক্ষে আক্রান্ত ১৩ জন ও প্রতি ১০ লক্ষে মৃত্যু ০.৫ জন। ফলে দেখা যায় বাংলাদেশ থেকে ভারতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উভয় দিক থেকেই কিছুটা কম আছে। যেখানে যুক্তরাষ্ট্রে প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ২২৩২ ও মৃত্যু প্রতি ১০ লক্ষে ১২৩ জন। আর স্পেনে প্রতি ১০ লক্ষে আক্রান্ত ও মৃত্যু যথাক্রমে ৪১৫৮ জন ও ৪৪১ জন।
ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৩৩৪ জন। আর একই সময়ে মৃত্যুবরন করেছে ২৭ জন। ভারতে মোট মৃতের মধ্য ২১১ জনই মহারাষ্ট্রের। ভারতের রাজ্যগুলির মধ্য সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে (৩৬৫১ জন)। এর পরেই রয়েছে যথাক্রমে দিল্লী, মধ্যপ্রদেশ,গুজরাট, তামিল নাড়ু ও রাজস্থান। পশ্চিম বঙ্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩১০ জন ও মৃত্যুবরন করেছে ১২ জন। সূত্রঃ আনন্দ বাজার পত্রিকা।