যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালী, স্পেন, ফ্রান্স, ইরান, সৌদি আরব, কুয়েত ও ভারতের করোনা ভাইরাসের সর্বশেষ খবর

সারাবিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে মোট ২২৫১৭৬৮ জন। আর একই সময়ে মৃত্যুবরন করেছে ১৫৪৩১১ জন। এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশী। দেশটিতে জ্যামিতিক হারে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, সাথে প্রতিদিনই মৃত্যবরন করছে অসংখ্যা মানুষ। দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে ইতিমধ্য। অপরদিকে ইউরোপেও মৃত্যু ও আক্রান্তের সংখ্যা থামছে না। সৌদি আরব ও কুয়েতের অবস্থাও অত্যান্ত নাজুক পর্যায়ে রয়েছে। নীচে উক্ত দেশগুলিতে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান দেওয়া হল।

দেশের নামআক্রান্তের সংখ্যামৃত্যুর সংখ্যাসুস্থ্য হয়েছেপ্রতি ১০ লক্ষে আক্রান্তপ্রতি ১০ লক্ষে মৃত্যু
বিশ্ব২২৫১৭৬৮১৫৪৩১১৫৭৪৩৮৩২৮৯১৯.৮
যুক্তরাষ্ট্র৭১০২৭২৩৭১৭৫৬৩৫১০২১৪৬১১২
স্পেন১৯০৮৩৯২০০০২৭৪৭৯৭৪০৮২৪২৮
ইতালী১৭২৪৩৪২২৭৪৫৪২৭২৭২৮৫২৩৭৬
ফ্রান্স১৪৭৯৬৯১৮৬৮১৩৪৪২০২২৬৭২৮৬
জার্মানি১৪১৩৯৭৪৩৫২৮৩১১৪১৬৮৮৫২
ইউকে১০৮৬৯২১৪৫৭৬১৬০১২১৫
চীন৮২৭১৯৪৬৩২৭৭০২৯৫৭
ইরান৭৯৪৯৪৪৯৫৮৫৪০৬৪৯৪৬৫৯
তুরস্ক৭৮৫৪৬১৭৬৯৮৬৩১৯৩১২১
ভারত১৪৪২৫৪৮৮২০৪৫১০০.৪
সৌদি আরব৭১৪৪৮৭১০৪৯২০৫
কুয়েত১৬৫৮২৫৮৩৮৮
বাংলাদেশ১৮৩৮৭৫৫৮১১.৫

দক্ষিন এশিয়ার দেশসমূহে এখনো করোনা ভাইরাস পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রনেই রয়েছে। নেপাল, ভুটান ও শ্রীলঙ্কায় আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। সারা বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রনে লকডাউনসহ নানা ধরনের বিধি নিষেধ দিয়েও নিয়ন্ত্রনে রাখা যাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এখন পর্যন্ত ঘরে নিজেকে আবদ্ধ করে রাখা ছাড়া এই ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পাওয়ার কোন উপায় নাই।