যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালী, স্পেন, ফ্রান্স, ইরান, সৌদি আরব, কুয়েত ও ভারতের করোনা ভাইরাসের সর্বশেষ খবর
সারাবিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে মোট ২২৫১৭৬৮ জন। আর একই সময়ে মৃত্যুবরন করেছে ১৫৪৩১১ জন। এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশী। দেশটিতে জ্যামিতিক হারে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, সাথে প্রতিদিনই মৃত্যবরন করছে অসংখ্যা মানুষ। দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে ইতিমধ্য। অপরদিকে ইউরোপেও মৃত্যু ও আক্রান্তের সংখ্যা থামছে না। সৌদি আরব ও কুয়েতের অবস্থাও অত্যান্ত নাজুক পর্যায়ে রয়েছে। নীচে উক্ত দেশগুলিতে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান দেওয়া হল।
দেশের নাম | আক্রান্তের সংখ্যা | মৃত্যুর সংখ্যা | সুস্থ্য হয়েছে | প্রতি ১০ লক্ষে আক্রান্ত | প্রতি ১০ লক্ষে মৃত্যু |
বিশ্ব | ২২৫১৭৬৮ | ১৫৪৩১১ | ৫৭৪৩৮৩ | ২৮৯ | ১৯.৮ |
যুক্তরাষ্ট্র | ৭১০২৭২ | ৩৭১৭৫ | ৬৩৫১০ | ২১৪৬ | ১১২ |
স্পেন | ১৯০৮৩৯ | ২০০০২ | ৭৪৭৯৭ | ৪০৮২ | ৪২৮ |
ইতালী | ১৭২৪৩৪ | ২২৭৪৫ | ৪২৭২৭ | ২৮৫২ | ৩৭৬ |
ফ্রান্স | ১৪৭৯৬৯ | ১৮৬৮১ | ৩৪৪২০ | ২২৬৭ | ২৮৬ |
জার্মানি | ১৪১৩৯৭ | ৪৩৫২ | ৮৩১১৪ | ১৬৮৮ | ৫২ |
ইউকে | ১০৮৬৯২ | ১৪৫৭৬ | ১৬০১ | ২১৫ | |
চীন | ৮২৭১৯ | ৪৬৩২ | ৭৭০২৯ | ৫৭ | ৩ |
ইরান | ৭৯৪৯৪ | ৪৯৫৮ | ৫৪০৬৪ | ৯৪৬ | ৫৯ |
তুরস্ক | ৭৮৫৪৬ | ১৭৬৯ | ৮৬৩১ | ৯৩১ | ২১ |
ভারত | ১৪৪২৫ | ৪৮৮ | ২০৪৫ | ১০ | ০.৪ |
সৌদি আরব | ৭১৪৪ | ৮৭ | ১০৪৯ | ২০৫ | ২ |
কুয়েত | ১৬৫৮ | ৫ | ২৫৮ | ৩৮৮ | ১ |
বাংলাদেশ | ১৮৩৮ | ৭৫ | ৫৮ | ১১ | .৫ |
দক্ষিন এশিয়ার দেশসমূহে এখনো করোনা ভাইরাস পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রনেই রয়েছে। নেপাল, ভুটান ও শ্রীলঙ্কায় আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। সারা বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রনে লকডাউনসহ নানা ধরনের বিধি নিষেধ দিয়েও নিয়ন্ত্রনে রাখা যাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এখন পর্যন্ত ঘরে নিজেকে আবদ্ধ করে রাখা ছাড়া এই ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পাওয়ার কোন উপায় নাই।