নরসিংদীতে নতুন করে ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে

নরসিংদীতে নতুন করে আরও ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১০৪ জনে।। ইতিমধ্য ২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। নতুন আক্রান্তদের মধ্য রায়পুরায় রয়েছে ৫ জন, শিবপুরে ৫ জন ও পলাশে ২ জন। সদরে নতুন করে কেহ আক্রান্ত হয় নাই। মনোহরদী ও বেলাবতেও নতুন করে কেহ আক্রান্ত হয় নাই। নীচে থানা ভিত্তিক মোট আক্রান্তের সংখ্যা দেওয়া হল।

নরসিংদী সদরঃ ৪৮ জন

রায়পুরাঃ ১৮

মনোহরদীঃ ৫ জন

শিবপুরঃ ১৭ জন

পলাশঃ ৫ জন

বেলাবঃ ১১ জন

নরসিংদী জেলা সিভিল সার্জন ডাঃ ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে এই জেলায় আক্রান্তদের নরসিংদী জেলা হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা চলছে। নরসিংদী জেলা হাসপাতালটিকে ইতিমধ্য করোনা রুগীদের হাসপাতাল হিসাবে ঘোষনা করা হয়েছে। আক্রান্তদের পরিবারের সদস্যদের অনেককে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ও বাকিদের শনাক্ত করে কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা চলছে।