দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৪৪
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যুবরন করেছে ৯ জন। মোট আক্রান্তের সংখ্যা এখন ২১৪৪ জন ও মোট মৃতের সংখ্যা ৮৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে ৮ জন ও মোট সুস্থ্যের সংখ্যা এখন ৬৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্যগুলি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ডাঃ নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরন করা ৯ জনের মধ্য ঢাকার রয়েছে ৬ জন, নারায়নগঞ্জের ২ জন ও ১ জন সাভারের। গত ২৪ ঘণ্টায় ২০১৪টি নমুনা পরীক্ষা করে ৩০৬ জনকে আক্রান্ত শনাক্ত করা হয়। সারাদেশে ১৯টি কেন্দ্রে করোনা ভাইরাস পরীক্ষা করা হচ্ছে। বেসরকারীভাবে করোনা ভাইরাস শনাক্তের জন্য নারায়নগঞ্জের রুপগঞ্জে একটি করোনা ভাইরাস টেস্ট সেন্টার তৈরীর কাজ দ্রুত এগিয়ে চলেছে। এটি তৈরী করছেন বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এটি তৈরী হলে নারায়নগঞ্জসহ আশপাশের জেলা সমূহ থেকে আসা রোগীদের করোনা ভাইরাস শনাক্তের কাজও এখানে করা যাবে।