করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৫ জনে

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জন মৃত্যুবরন করেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২৬৬ জন। যার ফলে দেশে এখন মোট মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৭৫ জন ও ১৮৩৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ৯ জন। মোট সুস্থ্য ৫৮ জন। এই তথগুলি আজ স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ২১৯০ জনের নমুনা পরীক্ষা করে ২৬৬ জনকে আক্রান্ত পাওয়া যায়। মোট আক্রান্তের মধ্য ঢাকার রয়েছে ৪৬%। এর পরেই রয়েছে নারায়নগঞ্জ ও জেলাটিতে রয়েছে মোট আক্রান্তের ২০%। তারপর রয়েছে যথাক্রমে গাজিপুর ও নরসিংদী জেলা।