নরসিংদী জেলায় মোট ৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত

জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৬৫ জন। নতুন আক্রান্তদের মধ্য একজন চিকিৎসকও আছেন। নরসিংদী জেলা সিভিল সার্জন ডাঃ ইব্রাহীম টিটন এ খবর নিশ্চিত করেছেন। নতুন আক্রান্তদের মধ্য সদর উপজেলারই আছেন ১৬ জন। রায়পুরা উপজেলায় রয়েছে ৫ জন। আক্রান্তদের মধ্য ৪ জন নারী ও ২ জন শিশু রয়েছে। আক্রান্তদের সংস্পর্শে যারা ছিলেন তাদেরকেও শনাক্ত করে পরীক্ষা ও হোম কোয়ারেন্টাইনে পাঠানোর চেষ্টা চলছে।

৫৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানোর জন্য ঢাকায় পাঠানো হলে ২১ জন করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়। নরসিংদী জেলায় এ পর্যন্ত ৬৫ জন আক্রান্তের মধ্য সদর উপজেলার আছেন ৩৬ জন, রায়পুরা উপজেলায় ১১ জন, শিবপুরে ৮ জন, পলাশে ৩ জন, বেলাবতে ২ জন ও মনোহরদীতে রয়েছে ৫ জন। আক্রান্তের সংখ্যার দিক থেকে সদর উপজেলার পরেই বেশী রয়েছে রায়পুরা উপজেলায়। এই জেলা থেকে এ পর্যন্ত মোট ৩২৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে ৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়। জেলাটিতে খুব দ্রুত করোনা ভাইরাসের সংক্রমন বিস্তার লাভ করছে। ৯ই এপ্রিল থেকে এই জেলায় লকডাউন চলছে। তবে জনগন এই লকডাউনের নিয়ম কানুন খুব একটা না মানায় ও সামাজিক দুরত্ব বজায় না রেখে চলাচল করায় এখানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার আশংস্কা করছে সচেতন মহল।