নারায়নগঞ্জ ছেড়ে যাওয়ার সময় শতাধিক ব্যক্তিকে ঘরে ফিরিয়ে দিয়েছে পুলিশ

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

নারায়নগঞ্জ থেকে কিশোরগঞ্জ যাবার প্রস্তুতিকালে শতাধিক ব্যক্তিকে আবার ঘরে ফিরিয়ে দিয়েছে দিয়েছে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নারায়নগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এরা বেশ কয়েকটি ট্রাক ও পিকাপে করে কিশোরগঞ্জ যাবার প্রস্তুতি নেয়। যাত্রীরা ট্রাক ও পিকাপে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে কিংবা বসে পড়ে। এই সময় পুলিশ যাত্রীদেরকে নামিয়ে ঘরে ফিরিয়ে দেয়। যাত্রীদের মধ্য অনেক নারী ও শিশুও রয়েছে। যাত্রীরা সকলেই নারায়নগঞ্জ থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। এদের প্রায় সকলেই গার্মেন্টস কর্মী। নারায়নগঞ্জে অবরোধ চলাকালে সরকারী নিষেধাজ্ঞা ভঙ্গ করায় ট্রাক ও পিকাপ জব্দ করে মামলা দেওয়া হয়।

এর আগে নারায়নগঞ্জ থেকে ট্রলারে করে বরগুনায় গেলে শতাধিক ব্যক্তিকে প্রশাসন কোয়ারেন্টাইনে নিয়ে যায়। তারপরও ২/৩ দিন আগে ৫ শতাধিক মানুষ নারায়নগঞ্জ ছেড়ে যাবার সময় পুলিশ তাদেরকে ঘরে পাঠিয়ে দেয়। উল্লেখ্য নারায়নগঞ্জে প্রায় ২ শতাধিক মানুষ ইতিমধ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বেশ কয়েকদিন আগেই নারায়নগঞ্জ ছেড়ে অন্য স্থানে যাওয়া ও নারায়নগঞ্জে প্রবেশ নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্য নারায়নগঞ্জ থেকে অন্যান্য জেলায় চলে যাওয়া লোকজনের মাধ্যমে সারাদেশে করোনা ভাইরাস বিস্তার লাভ করেছে।