দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫৭২

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। একই সময়ে মৃত্যুবরন করেছে ১০ জন। ফলে মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ১৫৭২ জন ও ৬০ জন। এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডঃ নাসিমা সুলতানা। নতুন করে মৃত্যুবরন করা ১০ জনের মধ্য ৭ জন পুরুষ ও ৩ জন মহিলা। এর মধ্য ঢাকার রয়েছে ৬ জন ও ঢাকার বাইরের ৪ জন।

গত ২৪ ঘণ্টায় ২০৩৫ জনের নমুনা সংগ্রহ করে ২০১৯ নমুনা পরীক্ষা করে ৩৪১ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়।