১৪ই এপ্রিল পর্যন্ত ঢাকা শহরসহ বিভিন্ন বিভাগ ও জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের পরিসংখ্যান

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে সর্বাধিক ২০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে ১৪ই এপ্রিল পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ১০১২ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় আমরা হারিয়েছি আরও ৭ জনকে। ফলে মোট মৃত্যুর সংখ্যা এখন ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ্য হয়নি। ফলে মোট সুস্থ্য ৪২ জনই রয়ে গেছে। ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছে ৮২০ জন যা মোট আক্রান্তের ৮১%। ঢাকা সিটিতে মোট আক্রান্ত ৪৫৬ জন যা সারাদেশে মোট আক্রান্তের ৪৫%। ঢাকা সিটি ছাড়া ঢাকা জেলার অন্যান্য স্থানে মোট আক্রান্ত ২৮ জন। আক্রান্তের দিক থেকে ঢাকা জেলার পরেই আছে নারায়নগঞ্জ যেখানে আক্রান্ত হয়েছে ১৬৪ জন। নিন্মে অন্যান্য বিভাগ ও জেলার পরিসংখ্যান দেওয়া হল।

বিভাগজেলা/শহরআক্রান্তমোট আক্রান্ত
ঢাকাঢাকা শহর৪৫৬৪৫৬
ঢাকা জেলা২৮৩৬৪
গাজিপুর৫৩
কিশোরগঞ্জ১৭
মাদারীপুর১৯
মানিকগঞ্জ
নারায়ণগঞ্জ১৬৪
মুন্সিগঞ্জ২১
নরসিংদী২৮
রাজবাড়ী
ফরিদপুর
টাঙ্গাইল
শরিয়তপুর
গোপালগঞ্জ
চট্রগ্রামচট্রগ্রাম২০৫০
কক্সবাজার
কুমিল্লা১৪
বিবাড়িয়া
লক্ষীপুর
চাদপুর
সিলেটমৌলভী বাজার
সুনামগঞ্জ
হবিগঞ্জ
সিলেট
রংপুররংপুর১৯
গাইবান্ধা
নিলফামারী
লালমনিরহাট
কুড়িগ্রাম
ঠাকুরগাঁও
খুলনাখুলনা
নড়াইল
চুয়াডাঙ্গা
ময়মনসিংহময়মনসিংহ২১
জামালপুর
নেত্রকোনা
শেরপুর
বরিশালবরগুনা১৬
বরিশাল
পটুয়াখালী
পিরোজপুর
ঝালকাঠি
রাজশাহীরাজশাহী

উপরোক্ত ডাটা থেকে দেখা যায় সবচেয়ে কম আক্রান্ত হয়েছে রাজশাহী ও খুলনা বিভাগে। এই বিভাগ দুটিতে ৩ জন করে আক্রান্ত হয়েছে। এর পরেই রয়েছে সিলেট বিভাগ যেখানে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত হয়েছে। ডাটার সূত্রঃ আইইডিসিআর