দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১২৩১
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই সময়ে মৃত্যুবরন করেছে ৪ জন। মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখন যথাক্রমে ১২৩১ জন ও ৫০ জন। একই সময়ে সুস্থ্য হয়েছে ৭ জন ও মোট সুস্থ্যের সংখ্যা ৪৯ জন। ২০৪৮টি নমুনা সংগ্রহ ও ১৭৪০টি পরীক্ষা করে ২১৯ জনের মধ্য করোনা ভাইরাসের সংক্রমন পাওয়া যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মন্ত্রী জাহিদ মালিক এমপি এক ব্রিফিংয়ে এই তথ্য দিয়েছেন।
যে ৪ জন মারা গেছেন তাদের মধ্য ৩ জন পুরুষ ও ১ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের অধিকাংশই ঢাকা শহর ও ঢাকা বিভাগের মধ্য রয়েছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ডঃ মইন উদ্দিন নামে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের এক সহকারী অধ্যাপক মৃত্যুবরন করেছেন।