ঢাকা শহর, ঢাকা জেলা, ঢাকা বিভাগ ও অন্যান্য বিভাগ ও জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের পরিসংখ্যান

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

সারাদেশে ১৩ই এপ্রিল পর্যন্ত মোট ৮০৩ জন করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। এর মধ্য শুধু ঢাকা বিভাগেই আক্রান্ত হয়েছে ৬৭৪ জন। এই ৬৭৪ জনের মধ্য আবার শুধু ঢাকা শহরেই আক্রান্ত ৩৮৩ জন ও ঢাকা শহর বাদে ঢাকা জেলায় রয়েছে ২৪ জন। এই পরিসংখ্যান থেকে দেখা যায় মোট আক্রান্তের ৫০% এর বেশী রয়েছে শুধু ঢাকা শহরসহ ঢাকা জেলায়। ঢাকা জেলার পরেই রয়েছে নারায়নগঞ্জের স্থান। জেলাটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ১৪৪ জন। ঢাকা এবং নারায়নগঞ্জ জেলা থেকেই সারা দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। নিন্মে রাজধানীসহ বিভিন্ন বিভাগ ও জেলায় মোট আক্রান্তের পরিসংখ্যান দেওয়া হলে।

বিভাগজেলা/শহরআক্রান্তমোট আক্রান্ত
ঢাকাঢাকা শহর৩৮৩৩৮৩
ঢাকা জেলা২৪২৯১
গাজিপুর৩৫
কিশোরগিঞ্জ১০
মাদারীপুর১৯
মানিকগঞ্জ
নারায়ণগঞ্জ১৪৪
মুন্সিগঞ্জ১৭
নরসিংদী২০
রাজবাড়ী
টাঙ্গাইল
শরিয়তপুর
গোপালগঞ্জ
চট্রগ্রামচট্রগ্রাম১৮৪১
কক্সবাজার
কুমিল্লা
বিবাড়িয়া
লক্ষীপুর
চাদপুর
সিলেটমৌলভী বাজার
সুনামগঞ্জ
হবিগঞ্জ
সিলেট
রংপুররংপুর১৫
গাইবান্ধা
নিলফামারি
লালমনিরহাট
ঠাকুরগাঁও
খুলনাচুয়াডাঙ্গা
ময়মনসিংহময়মনসিংহ১৪
জামালপুর
নেত্রকোনা
শেরপুর
বরিশালবরগুনা১০
বরিশাল
পটুয়াখালী
ঝালকাঠি
রাজশাহীরাজশাহী