দেশে নতুন করে আরও ১৮২ জন করোনা ভাইরাসে আক্রান্ত

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৮২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যুবরন করেছে ৫ জন। মোট আক্রান্তের সংখ্যা এখন ৮০৩ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় ১৫৭০ জনের নমুন সংগ্রহ ও পরীক্ষা করে ১৮২ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া যায়। গত ২৪ ঘণ্টায় ৩ জন সুস্থ্য হয়েছে। এই নিয়ে মোট সুস্থ্যের সংখ্যা ৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়েছেন।

তবে গত কয়েকদিনের তুলনায় প্রায় ৩৮% টেস্ট বেশী করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। সেই হারে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এদিকে নরসিংদী জেলায় হঠাৎ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আশস্কাজনকভাবে বেড়ে যায়। নতুন করে ১৬ জন আক্রান্ত নিয়ে এই জেলায় এখন আক্রান্তের সংখ্যা ২০ জন।